ক্রীড়াপ্রতিবেদক: চুয়াডাঙ্গায় নাইটিঙ্গেল প্রিমিয়ার লিগের (এনপিএল)ট্রফি প্রদর্শন ও টিম নিলাম হবে আজ ১৩ জুন শুক্রবার সকাল ৯টায়। চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে ট্রফি প্রদর্শন ও টিম নিলাম অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন এনপিএল’র চেয়ারম্যান চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,এনপিএল’রকো-চেয়ারম্যান চুয়াডাঙ্গা ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল,এনপিএল’র সদস্য সচিব শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নইম হাসান জোয়ার্দ্দার ও মিডিয়া পার্টনার দৈনিক মাথাভাঙ্গারপক্ষে বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা।