খবর:(আলমডাঙ্গায় ঘরভাড়া নিয়ে পতিতাবৃত্তি : খদ্দেরসহ পতিতা আটক)
খাইলে ধরা অকাম করে
ছাড়তে হলো বাড়ি,
তোমরা নাকি আলমডাঙ্গার
সবচে বদের ধাঁড়ি।
পচা কাজে ব্যস্ত ছিলে
কচা খেলে তাই,
লজ্জাতে নীল শরম লাগে
নাক খসে যায় যায়।
মুখ দেখাবো কেমন করে
কুকাম হলো ফাঁস,
ও ছি. ছি মরার জোগাড়
যায় আঝোড়া বাঁশ|
-আহাদ আলী মোল্লা