মেহেরপুর অফিস: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ মাসের বকেয়া বেতন আদায়সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওজোপাডিকো বিদ্যুত শ্রমিক কর্মচারীরা।
গতকাল বুধবার সকালে ওজোপাডিকো অফিসের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ওজোপাডিকো বিদ্যুত শ্রমিক কর্মচারী মেহেরপুর জেলা কমিটির সভাপতি গাজি দাউদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবীর, জেলা কমিটির কার্যকরী সভাপতি নূরুল ইসলাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, মাহমুদ আহমেদ, যুগ্মসম্পাদক আব্দুর রহিম, সদস্য বজলুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা ১৮ মাসের বকেয়া বেতন, অধিকার ভাতা, বিদ্যুত রেয়াত, পোষ্য নিয়োগ ও সব সুযোগ সুবিধা প্রদানসহ দাবি না মানা পর্যন্ত ওই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।