দর্শনার সিংনগর হালদারপাড়া মাঠে ফেনসিডিল উদ্ধার

 

দর্শনা অফিস: দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করতে পারলেও কোনো মাদককারবারীকে আটক করতে পারেনি। গত মঙ্গলবার রাত ৮টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক মমতাজ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান সিংনগর হালদারপাড়া মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠে মাদককারবারীদের ধাওয়া করে ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।