গাংনীর চাঁদপুরে জাম পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

 

 

গাংনী প্রতিনিধি: আব্দুস সামাদ (১১) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গ্রামের একটি জামগাছের মগডাল থেকে পড়ে তার মৃত্যু হয়। সে চাঁদপুর গ্রামের রবব আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

স্থানীয়সূত্রে জানা গেছে, গতকাল সকালে আব্দুস সামাদসহ কয়েকজন শিশু ওই গ্রামের পল্লি চিকিৎসক ঠাণ্ডু মিয়ার জামগাছে জাম পাড়তে ওঠে। এক পর্যায়ে গাছের উঁচু মগডাল ভেঙে মাটিতে আছড়ে পড়ে সামাদ। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। উপস্থিত সবাইকে হতাশ করে সামাদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় গোটা পরিবার ও গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।