মেহেরপুরের শুভরাজপুরের অপহৃত ও নিহতের পরিবারের পাশে এমপি

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামে সন্ত্রাসীদের হাতে নিহত স্কুল শিক্ষক আব্দুল হালিম ও অপহৃত আতাউরের পরিবারকে সান্তনা দিতে তাদের বাড়িতে যান। ওই সময় সংসদ সদস্য আতাউরের মা ছামেনা খাতুন এবং আব্দুল হালিমের স্ত্রী-সন্তানের সাথে কথা বলেন। সংসদ সদস্য এ সময় তাদের সান্ত্বনা দিয়ে বলেন, যে কোনো উপায়ে আতাউরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে ফিরিয়ে আনা হবে। সংসদ সদস্য সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে একদল সন্ত্রাসী দক্ষিন আফ্রিকা প্রবাসী আব্দুল আলিফ হোসেনের ছেলে আতাউরকে শুভরাজপুর গ্রাম থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার নানার ভাই স্কুল শিক্ষক আব্দুল হালিম তাদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আব্দুল হালিমকে গুলি করে হত্যা করে।