প্রেমিকের সাড়ায় রাস্তায় বেরিয়ে প্রতারিত হয়ে নিজ বাড়িতে বকুনি : ক্ষোভে বিষপান

 

 

স্টাফ রিপোর্টার: পপি খাতুন (২০) বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। গতপরশু রাতে প্রেমিক মিজানুরের সাথে অজানা ঠিকানায় পাড়ি দেয়ার জন্য বাড়ি ছাড়লেও তাতে সাড়া না পেয়ে বাড়ি ফিরে বকুনির মুখ সে বিষপান করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুর বারীপাড়ার স্বামী পরিত্যক্ত পপি খাতুনের শয্যাপাশে থাকা লোকজন বলেছে, বেশ কয়েক মাস ধরে একই গ্রামের স্টেশনপাড়ার মিজানুরের সাথে সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার সন্ধ্যায় পপি বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও তাকে বাড়ি ফিরতে না দেখে খোঁজাখুজি শুরু হয়। মিজানুরের সাথে যোগাযোগ করে জানা যায় পপি স্টেশনে বসে তার অপেক্ষায় রয়েছে। সেখান থেকে পপিকে বাড়ি ফিরিয়ে নেয়া হয়। গতকাল বুধবার সকালে পপি ইদুর মারা বিষপান করে।