প্রাণঘাতী ভাইরাস আক্রান্ত লিচুতে ৭ শিশুর মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় প্রাণঘাতী ভাইরাসআক্রান্ত লিচু খেয়ে ৭ শিশু মারা গেছে। লিচুগুলো পরীক্ষা করে অজ্ঞাত ওইভাইরাসটি শনাক্ত করা হয়েছে। লিচু সিনড্রোম নামেপরিচিতি পাওয়া এসংক্রমণ ভাইরাস আক্রান্ত লিচু খেলে হয়। এসব লিচু খাওয়ার পরপরইএগুলো মৃত্যুর কারণ হয়ে ওঠে।মারা যাওয়া ৭ শিশুর বয়স ২ থেকে ৪ বছর বলে জানাগেছে। লিচু খাওয়ার পর শারীরিক অবস্থার অবণতি হলে তাদের মালদহ মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি করা হয়েছিলো।হাসপাতালের উপাধ্যক্ষ ও সুপারিনটেন্ডেন্ট এম এরশিদ বলেছেন, ৩ থেকে ৭ জুনের মধ্যে সাত শিশু মারা যায়। ভাইরাসজনিত এ উপসর্গ শেষ২০১২ সালে দেখা গিয়েছিলো। এটি বিরল ধরনের একটি সংক্রমণ।চলতি বছর মালদায় ফলনভালো হওয়ায় সম্প্রতি লিচুর মূল্য কমে গেছে। এতে লিচু বিক্রির হারও বেড়েগেছে।বৈজ্ঞানিক পরীক্ষার পর দেখা গেছে, লিচু থেকে দেহে প্রবেশ করা ভাইরাসমাথায় চলে গিয়ে মস্তিষ্কে ক্ষরণ ঘটায়, এতে মাথা ফুলে যায়।রশিদ জানান, লিচুখাওয়ার পরপর শিশুদের জ্বর হয় এবং তারা বমি করতে শুরু করে। চূড়ান্ত পর্যায়ে হঠাৎতাদের শরীরে খিঁচুনি হয় এবং পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে তাদের মৃত্যু হয়।এলক্ষণগুলো হঠাৎ দেখা দেয় বলে জানিয়েছেন তিনি।