স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সাতগাড়ি মোড়ে বাদশা প্রাণে রক্ষা পেলেও রক্ষা পায়নি নোয়াখালীর বেগমগঞ্জের সবুজ (২৫)। সে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।গতকাল বুধবার উপজেলার আলাইয়াপুরইউনিয়নের রমনিরহাট বাজারে এ ঘটনা ঘটে। গত কয়েকদিন আগে সন্ধ্যায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে চুয়াডাঙ্গা সাতগাড়ির শহিদুল ইসলামের ছেলে বাদশা হোসেন বিদ্যুত স্পৃষ্টে আছড়ে পড়ে আহত হয়। প্রাণে রক্ষা পায়।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা দুইটার দিকে আলাইয়াপুরইউনিয়নের রামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. সবুজ স্থানীয় রমনিরহাটবাজারে কাঁচা বাঁশের সাথে ব্রাজিলের পতাকা টাঙাতে যান। এ সময় পতাকাসহবাঁশটি পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এতে কাঁচা বাঁশটি বিদ্যুতায়িতহয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সবুজ নিহত হন।