অপহরণের ৩ দিন পর ঝিনাইদহে কৃষকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

 

 

ঝিনাইদহ অফিস: অপহরণের ৩ দিন পর ঝিনাইদহে ইউনুস আলী (৪০) নামে এক কৃষকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকালবুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইউনুস বানিয়াকান্দর গ্রামের তাইজুদ্দীন মণ্ডলের ছেলে।

নিহতের স্ত্রী জরিনা খাতুনজানান, গত রোববার সন্ধ্যায় কে বা কারা ইউনুসকে মোবাইলফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ইউনূস বাইসাইকেলযোগে চার হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়েছিলেন।

গতকাল বুধবার সকাল ৮টার দিকে ডেফলবাড়িয়া গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে। নিহত ইউনূসকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঝিনাইদহ সদর থানার এসআই সালাহ উদ্দিন জানান, পূর্ব বিরোধ বা শত্রুতাবশত কেউ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। তবে এ ঘটনায় এখনও পুলিশ কাউকে আটক করতে পারেনি।