মুজিবনগর থানা পুলিশের পৃথক দুটি অভিযান : গাঁজাসহ দুজন আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেনের নেতৃত্বে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৫২০ গ্রাম গাঁজাসহ দু গাঁজাব্যবসায়ী আটক করা হয়েছে। মুজিবনগর থানাসূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যারাতে গোপনসূত্রে মুজিবনগর থানার এসআই মান্নান অভিযান চালিয়ে বাগোয়ান গ্রামের হাবু শেখের ছেলে মাদকব্যবসায়ী রতন শেখের (২০) বাড়ি থেকে ৪২০ গ্রাম ও গতকাল রোববার দুপুরে এসআই তাহেরের নেতৃত্বে কেদারগঞ্জ বাজার থেকে ভবরপাড়া গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মাদকসেবী রনজিত বিশ্বাসের (৩৬) কাছ থেকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।