খবর:(দামুড়হুদায় প্রাক্তন ছাত্রীকে ২য় বিয়ে : শিক্ষক সাময়িক বরখাস্ত)
স্যারের মাথা গরম ছিলো
মনটা খুবই নরম ছিলো
ভালোবাসা পরম ছিলো
লজ্জা এবং শরম ছিলো
কম;
হাটে গিয়ে হাঁড়ি ভাঙার
নতুন তোলা শাড়ি ভাঙার
রাগে ক্ষোভে গাড়ি ভাঙার
নিজেই নিজেই মাড়ি ভাঙার
যম;
স্যার মহাশয় পেটো হলেন
দ্বিতীয়বার এঁটো হলেন
সবার থেকে ফেটো হলেন
অবশেষে ঝোটো হলেন।
-আহাদ আলী মোল্লা