চুয়াডাঙ্গায় মৈত্রী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

 

 

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা-মোমিনপুর রেলস্টেশনের মাঝামাঝি উত্তর আউটারে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে নেয়। শেষ পর্যন্ত পরিচয় না মেলার কারণে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলাম কমিটির হাতে তুলে দেয়া হয়। গতকালই জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এএসআই খোরশেদ আলম জানান, কোলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসটি চুয়াডাঙ্গা রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর উত্তর আউটারে আপ লাইনে চেক হাফশার্ট ও লুঙ্গি পরা ব্যক্তি আড়াআড়িভাবে দ্বিখণ্ডিত হয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত পরিচয় মেলেনি।তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর।