মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানেরকরাচি বিমানবন্দরে আবারও হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা।বিমানবন্দর-সংলগ্ন এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স (এএসএফ) একাডেমিতে গতকাল মঙ্গলবার এহামলা চালায় জঙ্গিরা। তেহরিক-ই-তালেবান (টিটিপি) হামলার দায়িত্ব স্বীকারকরেছে।সন্ত্রাসীরা একাডেমির অভ্যন্তরে ঢুকে ক্যাম্পাসে চোরাগুপ্তা হামলাচালায় বলে জানিয়েছে। দুটি ভিন্ন স্থান থেকে গোলাগুলির খবরপাওয়া গেছে।খবরে বলা হয়, সন্ত্রাসীদের প্রতিরোধে এএসএফ সদস্যরাও দ্রুতএগিয়ে আসে। ডেপুটি ডিরেক্টর জেনারেল এএসকে কর্নেল তাহির আলী বলেন, এহামলায় কেউ হতাহত হয়নি।তিনি বলেন, বিমানবন্দর নিরাপদ রয়েছে এবং এরকার্যক্রম চলছে।গত রোববার ও সোমবার করাচি বিমানবন্দরে দুবার হামলার পরবিমানবন্দরটি সন্ত্রাসীমুক্ত হয়েছে এ মর্মে বিমানবন্দরটি উন্মুক্ত রাখাহয়েছিলো। আর এ সুযোগেই হামলাকারীরা হামলা চালিয়েছে।গত রোববার ও সোমবারের হামলায় এ পর্যন্ত ৩৭ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।এদিকেপাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার জেলার তিরাহ উপত্যকায় বিমান হামলায়কমপক্ষে ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। করাচি আন্তর্জাতিক বিমানবন্দরেতালেবান হামলায় প্রায় ৩৭ জন নিহত হওয়ার একদিন পর এ অভিযান চালানো হলো।করাচিএয়ারপোর্টে উপর্যুপরি সন্ত্রাসী হামলার ঘটনায় মন্ত্রিসভার জরুরি বৈঠককরেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সন্ধ্যায় এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সন্ত্রাস দমনে সেনা অভিযান চালানো হবে। যে করেই হোক কঠোর হস্তে সন্ত্রাসদমনে সেনাবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।