স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলে পর্নো ছবিতৈরির উদ্দেশ্যে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার ভিডিও চিত্র ধারণকালে এক যুগলকেহাতেনাতে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার গভীর রাতেতাদের আটক করা হলেও পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি প্রকাশ করে।আটককৃতরাহলেন, রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্রখালেকুজ্জামান এবং রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনলজির (আইএইচটি) একছাত্রী।মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিনআহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গতসোমবার বিকেলে ওই যুগল নিজেদেরস্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নগরীর হেতেম খাঁ এলাকার রেড কেসেল্স নামে একটিহোটেলে ওঠেন। পরে রাতে পর্নো ভিডিও চিত্র তৈরির জন্য অসামাজিক কাজে লিপ্তহন তারা। ওই ভিডিও চিত্র ধারণ করা হচ্ছিলো খালেকুজ্জামানের কাছে থাকাল্যাপটপের ওয়েবক্যাম দিয়ে।