মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ মানেই আনন্দ-বেদনার মহাকাব্য। এ বিশ্বকাপেই জন্ম হয় বহুঅনপনেয় স্মৃতি। এরই একটি সারা কারাবোনেরো-ইকার ক্যাসিয়াসের বিখ্যাতচুম্বন দৃশ্য। যে মুহূর্ত চলে যায়, সেটি দ্বিতীয়বার ফিরে পাওয়ার সুযোগনেই। তবে হতে পারে পুনরাবৃত্তি। এবার কি হবে অসাধারণ দৃশ্যটির পুনরাবৃত্তি? তারআগে ফ্লাশব্যাকে যাওয়া যেতে পেরে। ১১ জুলাইবিশ্বকাপ ফাইনালের শেষবাঁশি বেজে উঠেছে। বিজয়ী স্পেন অধিনায়কের সাক্ষাতকার নিতে গেলেন স্পেনেরটেলেসিনসো টিভির প্রতিবেদক কারাবোনেরো। কথা বলার মতো অবস্থায় ছিলেন নাআবেগাক্রান্ত ক্যাসিয়াস। ওদিকে গুছিয়ে প্রশ্ন করতে পারছিলেন না পেশাদারসাংবাদিক সারাও। এভাবে খানিকক্ষণ চলার পর সেই দৃশ্যের অবতারণা- পেশাদারিখোলস ছেড়ে সারাকে আলিঙ্গনে বেঁধে ঠোঁটে চুমু এঁকে দিলেন ক্যাসিয়াস! দুয়ারেআরেকটি বিশ্বকাপ। শিরোপা ধরে রাখতে ব্রাজিলে পা রেখেছে স্পেন দল।