স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের ছোটশলুয়া গ্রামের আব্দুল নামক এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সে গ্রাম সংলগ্ন বেগমপুর বরিং মাঠে ঘাস কাটতে গেলে জ্ঞান হারিয়ে পড়ে থাকেন। তাকে উদ্ধার করে প্রথমে গ্রামের কবিরাজের নিকট নেয়া হয়। পরে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। বেলা ১১টার দিকে আব্দুল মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ অবশ্য জানা যায়নি।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল (১৮) গ্রামের মুদি দোকানি। দোকান খোলার আগে সে ঘাস কাটতে যায় গ্রামের অদূরবর্তী মাঠে। ঘাস কাটার সময় সে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। মাঠের অপর কৃষক দেখে বাড়িতে খবর দেয়। উদ্ধার করে গ্রামের ইছা কবিরাজের নিকট নেয়া হয়। কবিরাজ তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসার এক পর্যায়ে আব্দুল মারা যায়। ছেলের মৃত্যুতে মা বানু খাতুন কান্নায় ভেঙে পড়েন।
গতকালই নিজ গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক বলেছেন, গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারে। হাসপাতালে চিকিৎসার তেমন সুযোগ পাওয়া যায়নি। চিকিৎসা দেয়ার আগেই যুবক মৃত্যুর কোলে ঢুলে পড়ে।