মাথাভাঙ্গা মনিটর: মিসরের সীমান্তবর্তী সিনাই উপত্যকায় জঙ্গিদের ওপর সামরিক অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছে। মিশরের নিরাপত্তা কর্মকর্তারা খবর জানিয়েছেন। গত শনিবারে চালানো এ অভিযানে নিহতদের মধ্যে দুজন সেনাও আছে। অভিযানে সেনাবাহিনী হেলিকপ্টারে এবং বেশকিছু সাঁজোয়া যান নিয়ে জঙ্গি আস্তানায় হামলা চালায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। সিনাই উপত্যকায় বরাবরই এ অভিযান চালানো হচ্ছে। ২০১১ সালে মিশরের শাসক হোসনি মুবারকের পতনের পর নিরাপত্তাব্যবস্থায় শূন্যতার মধ্যে অঞ্চলটিতে কট্টরপন্থি জঙ্গিদের তৎপরতা বেড়েছে। নিত্যদিনই তাদের হামলার শিকার হচ্ছে নিরাপত্তা বাহিনী ও অন্যান্য লক্ষ্যস্থল। সিনাইয়ের এ এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করে আসছে মিশর। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে সংঘর্ষের ঘটনা বেড়েছে।