স্টাফ রিপোর্টার: নওগাঁয় বজ্রপাতে এক দম্পতি নিহত হয়েছেন। এসময় শিশুসহ৪ জন আহত হয়েছেন। জেলার মহাদেবপুর উপজেলার এনায়েত পুর ইউনিয়নের আজুলগ্রামে সকাল ৭টায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন-আজুল গ্রামের মকবুলহোসেনের ছেলে আব্দুল মতিন (২৫) ও তার স্ত্রী রেনু বেগম (১৮)। আহতরা হলেন, নিহত মতিনের শিশুকন্যা মদিনা খাতুন (৩), একই গ্রামের মৃত লাদুর স্ত্রীতীরজান বেওয়া (৬০), আলফাজ উদ্দিনের স্ত্রী জাহানারা খাতুন (৫০) ও পাশেরপাতারপুর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী রওশন আরা (৩৪)। আহতদের মহাদেবপুরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহাদেবপুর থানার ওসিএনায়েতউদ্দিন জানান, সকালে বাড়িতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা নিহতহন।