মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের করাচিতে জিন্নাহ্ আন্তর্জাতিকবিমানবন্দরে হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ হামলাকারীওরয়েছেন। তবে হামলায় অংশ নেয়া সব জঙ্গিকে হত্যার পর বিমানবন্দর এলাকানিয়ন্ত্রণে নিয়েছেন সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিমবাজওয়া জানান, দুটি এলাকায় জঙ্গিদের ঘিরে ফেলে হত্যা করা হয়েছে। এ সময়তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভারী অস্ত্র উদ্ধার করা হয়। বিমানবন্দরটি এখনপুরোপুরি নিরাপদ। এ ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের সব বিমানবন্দরেসর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গত রোববার রাত থেকে শুরু করেকয়েক ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের সংঘর্ষ হয়।পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকারকরেছে।