যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গুলিতে নিহত ৫

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অজ্ঞাত এক পুরুষ ও একনারী গুলি করে ২ পুলিশ কর্মকর্তা ও এক সাধারণ নাগরিককে হত্যা করেছে। ওই ৩জনকে হত্যার পর বন্দুকধারী নারীটি তার সঙ্গী পুরুষকে গুলি করে ও পরে নিজেরশরীরে গুলি করে আত্মহত্যা করে। গতকাল সোমবার একটিপিৎজা ক্যাফেতে ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে তারাসিসি পিৎজায় ঢুকে দু পুলিশ কর্মকর্তা অ্যালিন বেক (৪২) ও ইগোর সোল্ডোকে (৩২) লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওই কর্মকর্তারা এ সময় সেখানে দুপুরের খাবারখাচ্ছিলেন। এরপর ওই দুজন নিকটবর্তী ওয়ালমার্টের একটি দোকানে ঢুকে নিরীহ একব্যক্তিকে গুলি করে হত্যা করে এবং আত্মহত্যা করে।