ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কনস্টেবল ওমর ফারুক হত্যামামলার ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে জ্যৈষ্ঠ বিচারিক হাকিম সরদার সাজ্জাদুর রহমান এ আদেশ দেন।
ঝিনাইদহ জেলা কোর্ট ইন্সপেক্টর আশরাকুল বারী জানান, পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুক হত্যামামলার চার্জশিটভুক্ত আসামি জামায়াত নেতা আমান আলীসহ ১২ জন দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। হাকিম তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ৩ মার্চ জামায়াতের ডাকা হরতালে হরিণাকুণ্ডু উপজেলা চত্বরে কর্তব্যরত অবস্থায় জামায়াত-শিবিরের হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুক। এ মামলায় চলতি বছরের ১৩ মে আদালতে ৩৫৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলার প্রধান আসামি উপজেলা জামায়াতের নায়েবে আমির হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসাইনসহ চারজন আসামি জেলহাজতে আছেন।