মাথাভাঙ্গা মনিটর: ডেভিড ভিয়ার জোড়া গোলে জয় নিয়ে শিরোপা ধরে রাখারমিশনের প্রস্তুতিটা ভালো ভাবেই শেষ করলো চ্যাম্পিয়ন স্পেন। এদিন এলসালভাদরকে ২-০ গোলে হারিয়েছে দেল বক্সের শিষ্যরা। এদিকে ক্যামেরুন, বেলজিয়াম জিতলেও হন্ডুরাসের সাথে ড্র করেছে ইংল্যান্ড। আর আমেরিকান কাছেহেরেগেছে নাইজেরিয়া।ম্যাচের শুরু দিকে সেস ফেব্রিগাস পেনাল্টি মিসকরলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় স্পেন। এরপর প্রথমার্ধ গোলশূণ্য থেকে যায়।তবে দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ১৫মিনিটেই প্রতিপক্ষের জাল খুঁজে পায় ডেভিড ভিয়ার শট।
শেষদিকে একক প্রচেষ্টায়অরেকবার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্পেন সেরা এফরোয়ার্ড। একটি শক্ত ট্যাকেলের শিকার হয়ে জর্ডি আলবার মাঠ ছাড়া বাদে ম্যাচেআর কোন উত্তেজনাকর মুহুর্ত আসেনি। এদিকে ১০ জনের হন্ডুরাসের বিরুদ্ধেওজিততে পারেনি ইংল্যান্ড। তবে তিওনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রস্তুতিটা ভালোভাবেই শেষ করেছে বেলজিয়াম। এদিকে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে স্যামুয়েলএতোকে দলেই রাখেননি কোচ ফোলার ফিনকে। বেঞ্চে বসিয়ে রেখেছেন দারুণ ফর্মেথাকা এরিক ম্যাক্সিম চুপো-মতিংকে। তারকাদের অনুপস্থিতে দ্যুতি ছড়িয়েছেনলেন্সের মিডফিল্ডার এডগার সাল্টি। দলের জয়সূচক গোলটি করেছেন ২১ বছর বয়সী এমিডফিল্ডারই। ক্যামেরুন জিতলেও আমেরিকার কাছে ২-১ গোলে হেরে গেছেনাইজেরিয়া।