মাথাভাঙ্গা মনিটর: ফুটবল মাঠে মিরোস্লাভ ক্লোসার সততা সর্বজনবিদিত। বল নিজের হাতে লেগে গোলেপ্রবেশ করলেও রেফারিকে বলে তিনি সেই গোল বাতিল করিয়ে ছিলেন। ফুটবলেরসাম্প্রতিক অতীতে এমন সততার উদাহরণ বিরল বলেই ব্যাপারটা ছুঁয়ে গিয়েছিলোসবাইকে।ইতালীয় সিরি আ’র নাপোলি-লাসিওর সেই ম্যাচে দর্শকেরাও তারপ্রতি দিয়েছিলেন বিরল সম্মান। পুরো বিষয়টি তার স্বভাবজাত বলেই এতেকিছুটা বিরক্তই হয়েছিলেন ক্লোসা। বলেছিলেন, আমাদের সবাইকে এসব ব্যাপারেসৎ হতে হবে। আমিও হয়েছি। হাতে লেগে বল গোলে ঢুকেছে,ওটা গোল হিসেবে দাবিকরার প্রশ্নই ওঠে না। এ নিয়ে এতো হইচই করারই-বা কী আছে বুঝতে পারছি না।ক্লোসারসততার উদাহরণ ওটাই শেষ নয়। বুন্দেসলিগায় ভেরডার ব্রেমেনের হয়ে খেলারসময় রেফারিকে বলেছিলেন, আপনি খেলায় আমাদের পক্ষে যে পেনাল্টিটি দিলেনওটা পেনাল্টি হয়নি।বুঝুন অবস্থা।সেই ক্লোসাই গত পরশু জার্মানির হয়েসবচেয়ে আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়লেন। আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপপ্রস্তুতি ম্যাচে দারুণ হেডে জাত স্ট্রাইকারের মতো গোল করে তিনি ছাড়িয়েগেলেন জার্ড মুলারকে। ৬৯টি গোল করে তিনি এখন জার্মান ইতিহাসের সর্বকালেরসেরা গোলদাতা। এতো বড় কীর্তি গড়েও কী অসম্ভব বিনয়ী ক্লোসা, রেকর্ডের কথাভেবে ভালোই লাগছে।