মাথাভাঙ্গা মনিটর: জয় দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শেষ হলো আর্জেন্টিনার। দেশের মাটিতে স্লোভেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে দু বারের চ্যাম্পিয়নরা।আর্জেন্টিনার পক্ষে দুই অর্ধে একটি করে গোল করেন রিকি আলভারেস ও লিওনেল মেসি। গত শনিবারশুরুর একাদশে ‘ফ্যানটাস্টিক ফোর’এর কাউকে নামাননি আর্জেন্টিনার কোচআলেহান্দ্রো সাবেইয়া। মেসি,সার্জিও আগুয়েরো,অ্যাঙ্গেল দি মারিয়া ও গঞ্জালোহিগুয়াইনের অনুপস্থিতিতেও অতিথিদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলেআর্জেন্টিনা।১২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেয়ার কৃতিত্ব ইন্টারমিলানে খেলা মিডফিল্ডার আলভারেসের।প্রথমার্ধেআরো দুটি সহজ সুযোগ তৈরি করেছিলো আর্জেন্টিনা। ২৮তম অফসাইড ফাঁদ ভেঙেহ্যাভিয়ার মাসচেরানোর পাস গোলরক্ষকের হাতে তুলে দেন ম্যাক্সি রদ্রিগেস।আগের প্রীতি ম্যাচে ত্রিনিদাদ ও টোবোগোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা।১৫ জুন বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টিনার। ‘এফ’ গ্রুপে এদের সঙ্গী নাইজেরিয়া ও ইরান।