বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং করবে ইউজিসি

স্টাফ রিপোর্টার: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং (অবস্থান নির্ধারণ)করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল রোববার কমিশনের সভায় এসিদ্ধান্ত হয়েছে।

ইউজিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষারপরিবেশ ও গুণগত মান পর্যবেক্ষণের লক্ষ্যে মঞ্জুরি কমিশন গঠিত তদারক দলেরপরিদর্শনের অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য এ সভাটি অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, ইতোমধ্যে ৩৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করাহয়েছে। তাতে দেখা গেছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এখনো বেসরকারিবিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তবেকিছু বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিতছিলেন কমিশনের সদস্য এম মুহিবুর রহমান, মোহাম্মাদ মোহাব্বত খান, আবুলহাশেম, আখতার হোসেন প্রমুখ।