চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বারসোনা গুরুতর অসুস্থ

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা গুরুতর অসুস্থ। গতরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে গতরাতেই ঢাকায় নেয়া হয়। তার আশু রোগমুক্তি কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা গতরাতে অন্য রাতের মতো খাওয়া দাওয়ার পর সিনেমাহলপাড়াস্থ নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে বুকের তীব্র ব্যথা অনুভূত হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ার কারণে রাতেই তাকে ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে।

Leave a comment