কোনো অভিযোগ নয় : উভয় গ্রামের মানুষের ছাড় দিয়ে শান্তি বজার রাখতে হবে
গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, বিরোধ থাকলে শান্তি থাকে না। যেকোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেলক্ষ্যে কারও বিরুদ্ধে আর কোনো অভিযোগ নয়, উভয় গ্রামের মানুষের ছাড় দিতে হবে। পাশাপাশি কুচক্রিমহল থেকে সাবধান থাকতে হবে। থানা, কোর্ট-কাচারি নয় গ্রামের সমস্য গ্রামের মানুষকেই সমাধান করতে হবে। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না। এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশের যত কঠোরতা অবলম্বন করা দরকার তা-ই করা হবে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার দিগলকান্দি গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিরোধ মীমাংসা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন এমপি ও পুলিশ সুপার। দিগলকান্দি ও কচুইখালী গ্রামবাসীর মধ্যে চলমান বিরোধ মিমাংসার লক্ষ্যে এ আলোচনাসভার আয়োজন করা হয়।
ধানখোলা ইউনিয়ন যুবলীগ সভাপতি কিসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সরওয়ার, কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, গাংনী থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাশার, দিগলকান্দি গ্রামের পক্ষে শরিফুল ইসলাম মাস্টার, ওলি মিয়া, কচুইখালী গ্রামের পক্ষে খোকন মিয়াসহ দু গ্রামের আরো অনেকে।