স্টাফ রিপোর্টার:গাজীপুরকাশিমপুরের জরুন এলাকায় খাদ্যে বিষক্রিয়ায় টি ডিজাইন সোয়েটার কারখানারঅর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গতকালশনিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
শিল্পপুলিশ জানায়, গতকালশনিবার রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুরের জরুনের ওই পোশাককারখানায় শ্রমিকদের রাতের টিফিন খেতে দেয় কতৃপক্ষ। টিফিনে ছিলো একটি করেডিম, কলা, পাউরুটি। আর ওই খাবার খেয়ে শ্রমিকরা আবার কাজে যোগ দেয়ার কিছুসময়ের মধ্যে কয়েকজন বমি করতে থাকেন।এ সময়ে কিছু শ্রমিক মাথা ঘুরেফ্লোরে পড়ে যাওয়ার কিছু সময়ের মধ্যে পুরো কারখানায় শ্রমিকরা অসুস্থ বোধকরতে থাকেন। পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত ২০ জন শ্রমিককে উদ্ধার করেস্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে কারখানা ছুটি ঘোষণা করে।পরেআরো বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের ক্লিনিকে ভর্তি করা হয়।