মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জ বাজারে গতকাল শনিবার বিকেলে সাইকেল মেকারের দোকানে হঠাৎ বিকট শব্দ হওয়ার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের ভেতর ছড়িয়ে পড়ে বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরণে এক কিশোর জখম হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এলাকার অনেকেই বলে বোমা বিস্ফোরণ ঘটেছে আবার অনেকেই বলে আলমসাধু গাড়ির চাকা পাম দিতে গিয়ে বিকট শব্দ হয়েছে। অবশেষে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত হয় আলমসাধু গাড়ির টায়ার বাস্ট হয়ে বিকট শব্দ হয়েছে এবং একজন জখম হয়েছে।
এ ব্যাপারে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বলেন, প্রশাসন এবং জনগণের সহযোগিতায় আমরা মোমিনপুর ইউনিয়নকে দীর্ঘদিন থেকে সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত করে রেখেছি। এলাকার মানুষ এখন রাতে শান্তিতে ঘুমাতে পারে।