মাথাভাঙ্গা মনিটর:ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আছে আর মাত্র চারদিন। এমন সময় ব্রাজিলের বৃহত্তম শহর উদ্বোধনী ভেন্যু সাও পাওলোতে চলছে মেট্রো ধর্মঘট। গত বৃহস্পতিবার শুরু হওয়ার এ ধর্মঘটের দ্বিতীয় দিন গত শুক্রবার ধর্মঘটীপ্রতিবাদকারীদের সাথে পুলিশের হাঙ্গামায় শহরজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।এ দিন প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার উদ্দেশে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে শহরজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।মেট্রোর শ্রমিকরা তাদের বেতন ১০ শতাংশ বাড়ানোর দাবিতে এ ধর্মঘট ডেকেছে।মেট্রোধর্মঘটের কারণে শহরের প্রায় অর্ধেক স্টেশন বন্ধ থাকায় সাও পাওলোর রাস্তায়বিশাল ট্র্যাফিকজ্যাম তৈরি হয়। ১২ জুন বৃহস্পতিবার এ শহরটিতেই বিশ্বকাপফুটবলের উদ্বোধনী ও প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে।ধর্মঘটীদের সাথে নতুন করে সমাঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ধর্মঘট আগের মতোই বহাল থাকে। গত শুক্রবারসকালে সাও পাওলোর এক তৃতীয়াংশ মেট্রো স্টেশন বন্ধ ছিলো। এতে সকালের ব্যস্তসময়ে শহরজুড়ে ২০০ কিলোমিটারেরও বেশি ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়।এরমধ্যে শহরের কেন্দ্রস্থলের আনা রোসা স্টেশনের সামনে ধর্মঘটীদের সাথেহাঙ্গামায় জড়িয়ে পড়ে পুলিশ। ধর্মঘটীদের মিছিলে বাধা দিয়ে তাদের ছত্রভঙ্গকরার উদ্দেশে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে হাঙ্গামা শুরু হয়। এ সময়পুলিশ লাঠিপেটাও করে।ব্রাজিলের সামরিক পুলিশের এক মুখপাত্র বলেছেন, একটি কম্যুটার ট্রেন স্টশনে প্রবেশের মূহুর্তে ধর্মঘটিরা বাধা দিলে দাঙ্গাশুরু হয়, এ পরিস্থিতিতে কর্মকর্তারা হস্তক্ষেপ করেন।