মাহবুবুল আলমের দাফন সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: সাবেকতত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সাবেকসম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলমের ২য় নামাজে জানাজা শেষে আজিমপুরগোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তাকে তার বাবার কবরের ওপর দাফন করা হয়। এসময়তার ছেলেসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার জোহরের নামাজেরপর বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে জানাজায় প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকউল হক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টারমইনূল হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, প্রবীণ আইনজীবী খন্দকারমাহবুব হোসেনসহ প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিরনেতৃবৃন্দ  অংশ নেন। গত শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।একইদিনসকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।