মাথাভাঙ্গা মনিটর: একদিকে আর্মেনিয়াকে ৬-১ গোলে জয়ের উদযাপন,অন্যদিকে বিশ্বকাপ শুরুর মাত্রপাঁচ দিন আগে দলের আক্রমণভাগে এক ফাটল। গোড়ালিতে চোট পাওয়া মিডফিল্ডারমার্কো রয়েসকে ছাড়াই ঘোষণা করা হলো বিশ্বকাপে জার্মানদের চূড়ান্ত দল।দলে রয়েসের জায়গা নিয়েছেন ২২ বছর বয়সী স্কোড্রান মুস্তাফি।ফ্যালকা-রিবেরিদের পর বিশ্বকাপে তারকা পতনের মিছিলে যুক্ত হলো রয়েসের নাম।গতমরসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে মাঝমাঠে আলো ছড়িয়েছিলেন রয়েস।জার্মান দলের জার্সি গায়েও পরিসংখ্যানটা নেহাত মন্দ নয়। এ পর্যন্ত খেলা২১ ম্যাচে গোল করেছেন ৭টি। বরাবরই আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী জোয়াকিমলো’র পরিকল্পনায় মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। রয়েসেরআকস্মিক প্রস্থান কোচের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দেবে খানিকটা।