থাকবেন মেসি-রোনালদোদের প্রেয়সীরাও

মাথাভাঙ্গা মনিটর: ১১ জুলাই ২০১০। বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বেজে উঠেছে। বিজয়ী স্পেনঅধিনায়কের সাক্ষাত্কার নিতে গেলেন তিনি আবেগাক্রান্ত ক্যাসিয়াস কথাই বলতে পারলেন না। গুছিয়ে প্রশ্নকরতে পারছিলেন না সারাও। এভাবে খানিকক্ষণ চলার পর সেই বিখ্যাতদৃশ্যপেশাদারি খোলস ছেড়ে সারাকে আলিঙ্গনে বেঁধে আলতো করে ঠোঁটে চুমু এঁকেদিলেন ক্যাসিয়াস! চার বছর পর আবার বিশ্বকাপ। প্রিয় মানুষটিকে উত্সাহজোগাতে মাঠে হাজির হবেন খেলোয়াড়দের স্ত্রী কিংবা প্রেমিকা,যারা ‘ওয়াগ’ নামে পরিচিত।আন্তোনেল্লা রোকুজ্জো
ফুটবলবিশ্বে খুবই পরিচিত নাম। তিনি আর্জেন্টিনাঅধিনায়ক লিওনেল মেসির জীবনসঙ্গিনী। দুজনের ডেটিং শুরু হয়েছিলো ২০০৮ সালে।২০১২ সালে এ জুটির ঘর আলো করে এসেছে সন্তান থিয়াগোইরিনা শায়াক

ক্রিস্টিয়ানো রোনালদোকে চেনেন অথচ এ নামটি জানেন না, এমনসমর্থক আছে?এ রুশ কন্যা কেবল রোনালদোর জীবনসঙ্গিনী নন,সুপারমডেল হিসেবেওজগদ্বিখ্যাত। জনপ্রিয় এ জুটির প্রথম ডেটিং ২০১০ সালে। সম্প্রতি দুজনবিখ্যাত আলোকচিত্রী মারিও তেস্তিনোর ক্যামেরায় বিশ্বখ্যাত ফ্যাশনম্যাগাজিন ভোগের স্প্যানিশ সংস্করণের প্রচ্ছদে মডেল হয়েছেন।