মাথাভাঙ্গা মনিটর: আবারও ফরাসি ওপেনের ফাইনালে স্পেনের রাফায়েল নাদাল।প্রতিপক্ষ অনেক পরিচিত নোভাক জকোভিচ। এটি এ আসরে শীর্ষ দুই টানা তিনফাইনাল। তবে জকোভিচের দ্বিতীয়। রোববার শিরোপা লড়াই বছরের এ দ্বিতীয়গ্রান্ড স্লামের। গত শুক্রবার ফাইনালের ওঠার লড়াইয়ে নাদাল পরাস্ত করেন বৃটিশতারকা অ্যান্ডি মারেকে আর জকোভিচ হারান আর্নেস্ট গালবিসকে। ১০ বছরেনাদালের এটি নবম ফাইনাল। এর আগে অবশ্য আট বার ফরাসি ওপেনের শিরোপা জিতেছেনতিনি। মারের খুব আশা ছিলো এবার ফাইনাল খেলবেন। কিন্তু তা আর হলো না। তিন বছরআগেও নাদালের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিলো তার। এবার ২৭ বছর বয়সী মারেকে হারাতেকোনো বেগই পেতে হয়নি ২৮ বছর বয়সী ক্লে কোর্টের। ১ ঘণ্টা ৪০ মিনিটেরখেলায় সরাসরি ৬-৩, ৬-২, ৬-১ এ জয়ী হন তিনি। ২৭ বছর বয়সী সার্বিয়ান তারকাজকোভিচ প্রথম দুই সেট জিতলেও তৃতীয় সেটে হেরে গিয়েছিলেন। অবশ্য চতুর্থ সেটওএকই ব্যবধানে জেতেন তিনি। খেলার ফল ৬-৩,৬-৩,৩-৬,৬-৩।