ক্রীড়া প্রতিবেদক: আলমডাঙ্গা ডিগ্রি কলেজমাঠে কলেজপাড়া সুপারলিগ ক্রিকেটের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেল ৩টায় ওই সুপারলিগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সংগঠক মীর শফিকুল ইসলাম ও ক্রীড়া সংগঠক সোহেবউজ্জামান সোহেল। উদ্বোধনী দিনে দ্য অ্যাভেঞ্জার ক্লাব ৯৬ রানে ইতিহাসের হিরো ক্লাবকে পরাজিত করে শুভসূচনা করে। বিজয়ী দলের নাইম সবোর্চ্চ ৬৩ রান করে। গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় অলস্টার বয়েজ ক্লাব ও জেড চ্যালেঞ্জার। টসে জয়লাভ করে অলস্টার বয়েজ ক্লাব নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে।
জবাবে জেড চ্যালেঞ্জার ১৪০ রানে অলআউট হয়। ফলে ৪৯ রানে জয়লাভ করে অলস্টার বয়েজ ক্লাব। দলের পক্ষে অধিনায়ক জুয়েল অপরাজিত ১০৫ রান ও ২ উইকেট দখল করার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ দি ম্যাচ নির্বাচিত হয়। আজ বিকেল ৩টায় মুখোমুখি হবে জেড চ্যালেঞ্জার ক্লাব ও দ্য অ্যাভেঞ্জার ক্লাব। খেলাগুলো পরিচালনা করেন হাসেমউজ্জামান ও নাইম ইসলাম।