অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে দু দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-চীন-ভারত- মায়ানমার অর্থনৈতিক করিডরকে (বিসিআইএম-ইসি) অত্যন্ত আশাব্যঞ্জক অগ্রগতি হিসেবে অভিহিত করে বলেন, এটিবাস্তবায়িত হলে আমাদের দু দেশের জনগণ আরো ঘনিষ্ঠ হবে এবং এটি দ্বিপাক্ষিকসম্পর্কের সকল ক্ষেত্রে দু দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা সমপ্রসারণেসহায়ক হবে।গতকাল শুক্রবার চীনের কুনমিং আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীকেন্দ্রে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানেভাষণদানকালে তিনি এ কথা বলেন।
এ অঞ্চলে চীনের চমত্কারযোগাযোগ নীতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি প্রতিবেশী সকল দেশের সাথেঅর্থনৈতিক সহযোগিতা সমপ্রসারণ ও সার্বিক বন্ধন জোরদার করবে।নেপালেরপ্রধানমন্ত্রী সুশীল কৈরালা, চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ইয়াং, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট মো. জামিল আহমেদ, লাওস-এর ভাইস প্রাইমমিনিস্টার সোমসাভেট লেংসাভাদ, শ্রীলংকার ডেপুটি স্পিকার চন্দ্রিমাভিরাক্কুদি ও সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপাও অনুষ্ঠানে বক্তৃতাকরেন।