মুজিবনগর প্রতিনিধি: গতকাল শনিবার বিকেলে মুজিবনগর উপজেলা বাগোয়ান ইউনিয়নের বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে বাগোয়ন খাঁন যুবসংঘ ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় লায়ন একাদশ টাইগার একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সেরা গোলদাতা বাহার, সেরা খেলোয়াড় মাবুদ, গোলরক্ষক ইসলাম ও উদীয়মান খেলোয়ার সবুজ নির্বাচিত হয়। বিজয়ীদের একটি গরু ও রানারআপ দলে একটি ছাগল প্রদান করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন, ক্লাবের সভাপতি তৌফিকুর তুষার, সম্পাদক লিজন খাঁন। শেষে গরু ছাগলের মাংস দিয়ে সমস্ত খেলোয়াড়দের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।