চিনিশিল্পকে বাঁচাতে কৃষকদের আখচাষের প্রতি আগ্রহী করে তুলতে হবে
দর্শনা অফিস: কেরুজ চিনিকলসহ দেশের ৯ টি চিনিকলের কর্মকর্তাদের নিয়ে মূল্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৩-১৪ আখমাড়াই মরসুমের দু দিনব্যাপি মূল্যয়ানসভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সদর দফতরের পরিচালক (উৎপাদক ও প্রকৌশলী) আমিনুল হক। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের অর্থায়নে কেরুজ চিনিকল কর্তৃপক্ষের আয়োজনে কেরুজ অফিসার্স ক্লাবে মূল্যয়নসভা উদ্বোধন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে পরিচালক (উৎপাদন ও প্রকৌশলী) আমিনুল হক বলেন, দেশের চিনিকলগুলো রক্ষায় কৃষকদের সুবিধা নিশ্চিত করণে সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের নজর হবে। বর্তমান সরকারের শিল্প সমৃদ্ধশীল দেশ গঠনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সেক্ষেত্রে চিনি কারখানার সাথে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব কর্ম দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান রাসায়নিকবীদ কামরুল হাসান, প্রধান প্রকৌশলী হারেজ আলী।
এছাড়া দেশের ৯টি চিনিকলের মধ্যে ব্যবস্থাপনা পরিচালকের মধ্যে আলোচনা করেন কুষ্টিয়া জগতি চিনিকলের সুদর্শন মল্লিক, মোবারকগঞ্জ চিনিকলের দেলোয়ার হোসেন, ফরিদপুর চিনিকলের আমজাদ হোসেন, রেইন উইকের রফিকুল ইসলাম, পাবনা চিনিকলের কমল কান্তি সরকার, রাজশাহী চিনিকলের আবুল রফিক, নাটোর চিনিকলের আরশেদ হোসেন, নর্থবেঙ্গল চিনিকলের সাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপকদের মধ্যে (কারখানা) ইউসুফ আলী শিকদার, (প্রসাশন) আব্দুল কাইয়ুম, (ডিস্টিলারি) সুরেশ চন্দ্র ভট্টাচার্য, (কৃষি) মোস্তফা কামাল ও (অর্থ) মোশারফ হোসেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন চিনিকলের সেলস অফিসার শেখ শাহবুদ্দিন। আজ শনিবার দুদিনব্যাপি মূল্যয়ান সভার সমাপ্তি।