ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে অজ্ঞাত পরিচয়ের এক মহিলারলাশ উদ্ধার করা হয়েছে। গতকালশুক্রবার বিকেলে পুলিশ লাশ আনজুমান মফিদুলের কাছে হস্তান্তর করেছে।এব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
সদর হাসপাতাল সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অজ্ঞাত এক মহিলাকে পথচারীরা নিহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরতচিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের শরীরেআঘাতের চিহ্ন ছিলো। গতকালশুক্রবার থানা পুলিশ লাশ সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত করিয়েছে। পরে বেওয়ারিশ লাশ হিসেবে আনজুমান মফিদুলের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায়, রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।