ঝিনাইদহে তরুণ কৃষক হত্যা : বিলে মাথা গোঁজা লাশ উদ্ধার

 

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের চরখাজুরা গ্রামের তরুণ কৃষক শাহীনকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দীন আজাদ জানান, গতকালশুক্রবার বিকেল ৪টার দিকে এলাকাবাসী চরখাজুরা গ্রামের বিলের মাঝে এক কৃষকের লাশ দেখতে পায়। পুলিশে খবর দেয়তারা। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে নেয়। নিহত শাহীন (২১) চরখাজুরা গ্রামের কাশেম আলীর ছেলে।নিহতের ঘাড়ে কোপের দাগ রয়েছে। মাথা মাটিতে পোঁতা ছিলো। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।