রজব আলী মার্কেট এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ চোর সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে। এরা হলো- চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার পানজার আলীর ছেলে আশাদুল হক (৪২) ও ঝিনাইদহ বাঘা যতীন সড়কের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে হোসাইন কবীর (৪৪)। চুয়াডাঙ্গা জেলা শহরের ভি.জে স্কুলের অদূরবর্তী রজব আলী মার্কেটের নিকট ঘুর ঘুর করতে দেখে পুলিশ এদেরকে গ্রেফতার করে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বলেছে, গত ২ জুন রাতে রজব আলী মার্কেটের সুন্দরবন কুরিয়ারে চুরি হয়। গ্রেফতারের পর এদেরকে ওই চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।