ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে অফিস চালুআগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা শুরু
ইবি প্রতিনিধি:১২ দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক কার্য্যক্রম শুরু হবে এবং আবাসিক হলসমুহ খুলে দেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আগমীকাল রোববার থেকে যথারীতি ক্লাস পরীক্ষা চলবে বলে জানা যায়। ইতিমধ্যে আবাসিক অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেস গুলোতে অবস্থান করছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়।এর আগে বিশ্ববিদ্যালয কর্তৃপক্ষ গ্রীষ্মকালীন ও পবিত্র শবে মিরাজ উপলক্ষ্যে ২৫ মে থেকে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করে।