ক্রীড়া প্রতিবেদক: সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় সিটি কম্পিউটার ও ইমা স্পোর্টিং ক্লাব জয় লাভ করেছে। চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় সিটি কম্পিউটার ৩-০ গোলে শেখপাড়াকে ও ইমা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া স্ট্যাটার সমিতিকে পরাজিত করে। ইমা স্পোর্টিং ক্লাবের পক্ষে মদন, সোহাগ ও আলাল ১টি করে গোল করেন।
এদিকে গত বৃহস্প্রতিবারের খেলায় মামা-ভাগ্নে স্পোর্টি ক্লাব ৫-০ গোলে নয়ন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। মামা-ভাগ্নের পক্ষে মামুন ৪টি ও তাপু ১টি করে গোল করেন।