দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ইয়াং স্টার ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে মাসব্যাপি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা স্টেডিয়ামে শিকড়ের খোঁজে আমরা কজন ক্রিকেট একাদশ ও বন্ধুমহল দামুড়হুদা ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শিকড়ের খোঁজে আমরা কজন ক্রিকেট একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। ১৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বন্ধুমহল দামুড়হুদা ক্রিকেট একাদশে খেলোয়াড়রা ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হয়।
ফলে শিকড়ের খোজে আমরা কজন ক্রিকেট একাদশ ১১ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যাচ সেরা হন শিকড়ের খোঁজে আমরা কজন ক্রিকেট একাদশের মালেক। টুর্নামেন্ট সেরা হন একই দলের মুকিত। খেলায় ধারাভাষ্য দেন শামীম খাঁন। স্কোরার ছিলেন শরীফুল ইসলাম। আম্পায়ার ছিলেন যথাক্রমে আবুল বাশার ও বাবু। খেলা শেষে ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মেরিলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী। আয়োজক কমিটির পক্ষে শাহজাহান আলী, হায়দার, সেলিম, উজ্জ্বল, মুকিত, লিঙ্কন, টনি, ফাহিম, ইকরামুল, ইউসুফ, শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।