গাংনীর কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুল গাংনী উপজেলার কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দিনব্যাপি এ পরিদর্শনে দিঘলকান্দি জামে মসজিদ ও জোতি মাধ্যমিক বিদ্যালয় ভবন এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচিল নির্মাণকাজের অগ্রগতির খোঁজখবর নেন। উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিকুজামান বাবু, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম, ওসি (তদন্ত) আশরাফুল আলম ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক বিশ্বাস প্রমুখ। পরে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে যোগ দেন নেতৃবৃন্দ।