মেহেরপুরে শ্রমিকদের কর্মসুচী প্রত্যাহার

 

মেহেরপুর অফিস : মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলামের প্রত্যাহারের দাবি থেকে সরে এসেছে জেলা ট্রাংক ও ট্রাংলরি শ্রমিক ইউনিয়ন। শনিবার দুপুর সাড়ে বারটার দিকে পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামের সাথে শ্রমিক নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুল ইসলাম রকেট।

তিনি আরও জানিয়েছেন, পুলিশ সুপারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একে অপরের প্রতি সহযোগিতা অব্যহত রাখার প্রতিশ্র“তি দেওয়া হয়েছে। বৈঠকে পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুল ইসলাম রটেক, সাধারন সম্পাদক কুতুব উদ্দীন বাবু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব  সোনা ও সম্পাদক আব্দুল হান্নানসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুরে সড়ক দুর্ঘটনার একটি মামলার গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে বাস চালক শাহজাহান আলীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ বিষয়ে কথা বলতে গেলে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম শ্রমিক নেতাদের সাতে অসদাচরণ করেন বলে অভিযোগ তোলেন শ্রমিক নেতারা। আটক শ্রমিকের মুক্তি ও ওসির অপসারণ দাবিতে শুক্রবার দুপুরে শহরের ওয়াপদা এলাকায় সড়ক অবরোধ করে পরিবহন ধর্মঘটের ডাক দেয় ট্র্যাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন।