মেহেরপুর অফিস: মেহেরপুরের বাড়িবাঁকা গ্রামে ধান বোঝাই ট্রাকের ওপর থেকে পাশের বেড়ার পড়ে বাঁশের চটাবিদ্ধ হয়ে মারা গেছে নাহিদ (১৮) নামের এক ট্রাক শ্রামিক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা গ্রামে একটি ট্রাকে (মেহেরপুর ট-০০-২৪) ধানবোঝাই করা হয়। ট্রাকের হেল্পার নাহিদসহ আরো কয়েকজন শ্রমিক ট্রাকের ওপরে অবস্থান করছিলো। ঘটনার সময় নাহিদ একটি আইসক্রিম খাচ্ছিলো। অসাবধানতা বশত এক পর্যায়ে ট্রাকের ওপর থেকে ট্রাকশ্রমিক নাহিদ নিচে পড়ে যায়। ওই সময় পাশে থাকা বাঁশের বেড়ার চটা তার পেটে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ট্রাকশ্রমিক নাহিদ মেহেরপুর শহরের বেড়পাড়ার রহিদুল ইসলামের ছেলে।
মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার এএসঅই সাহাবুদ্দিন জানান, শ্রমিক নিহত হওয়ার ঘটনা পুলিশ জানেনা। তবে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।