আলমডাঙ্গা থানা পুলিশের বিভিন্ন মামলার নয় ওয়ারেন্টি আসামি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টি আসামিকে গ্রেফতার করেছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টি আসামিকে গ্রেফতার করেছে।

আলমডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীররাতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা বিভিন্ন মামলার ওয়ারেন্টি আসামি হাপানিয়া গ্রামের আজাহারের ছেলে দোলোয়ার, উচমানপুরের মফিজের ছেলে ফিরোজ, হাটবোয়ালিয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ঝন্টু, পোলবাগুন্দার ফকিরের ছেলে আজিজুল, বাশঁবাড়িয়া গ্রামের আজিজুলের ছেলে জিয়ারুল, সাদ আলীর ছেলে জহুরুল ও আনান্দধামের আব্দুল গনির ছেলে শাহিনকে গ্রেফতার করে। ৯ জন ওয়ারেন্টি আসামিকে গতকাল সকালে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশসূত্র জানায়।