কুষ্টিয়া ইবির শরিফপুরে পানবরজে দিনমজুরের লাশ : মৃত্যুরহস্য জানতে ময়নাতদন্ত

 

 

কে.মান্নান: কুষ্টিয়া ইবির শরিফপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর নবীছদ্দিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা প্রচার করলেও গ্রামবাসীর মাঝে এ মৃত্যুনিয়ে নানামুখি গুঞ্জন উঠেছে। এরই প্রেক্ষিতে মৃত্যুর মূল কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়।

জানাগেছে, কুষ্টিয়া ইবি থানার মনোহরদিয়া ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃত জোয়াদ আলি মণ্ডলের ছেলে দরিদ্র দিনমজুর নবীছদ্দিন (৪৫)। স্ত্রী রওশন আরা জানান, পরশু দিনভর কর্মসৃজনের মাটি কাটার কাজ করে বাড়ি ফেরেন। সন্ধ্যায় তার কাছথেকে ১০০ টাকা নিয়ে জামজামি বাজারের যান কেনাকাটা উদ্দেশে। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ি থেকে কয়েক গজ দূরে নিজের পানবরজে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি।পরিবারের সদস্যরা আত্মহত্যা বলে দাবি করলেও মৃত্যু নিয়ে রহস্য দানা বাধে। পুলিশের সন্দেহ হয়। ফলে লাশ উদ্ধার করে গতকাল দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতারমর্গে নেয়। ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে নিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।